জেদ্দার বিস্ফোরণে দগ্ধ লোহাগাড়ার যুবকের পাশে প্রবাসীরা

সৌদি আরবের জেদ্দায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়ে কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী মুহাম্মদ আলমগীরের সহযোগিতায় এগিয়ে এল সৌদি আরবের লোহাগাড়া প্রবাসী সমিতি।

সম্প্রতি জেদ্দা নগরীর বোবাদি বোরকা কারখানায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন চট্টগ্রামের লোহাগাড়ার তরুণ মুহাম্মদ আলমগীর। অগ্নিদগ্ধ মুহাম্মদ আলমগীর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা। বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র আলমগীর ওই ঘটনার পর দুই মাস আইসিইউতে ছিলেন।

সোমবার (২ ডিসেম্বর) রাতে জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মুহাম্মদ আলমগীরের হাতে লোহাগাড়া প্রবাসী সমিতির কর্মকর্তারা নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরবের ভারপ্রাপ্ত আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী, যুগ্ম আহবায়ক তারেক আজিজ চৌধুরী ও লোকমান হাকিম, আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ ও ফরহাদ হোসেন রেজা। আরও উপস্থিত ছিলেন প্রবাসী মোসলেম উদ্দিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!