জেএসসি ও জেডিসির নতুন সূচি, গণিত ১৪ নভেম্বর

আবারও তারিখ পরিবর্তন হল জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসির গণিত বিষয়ের পরীক্ষার। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দ্বিতীয়বারের মতো এ পরিবর্তন আনা হল।

রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ নভেম্বরের বদলে জেএসসির গণিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। এর আগেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গণিত পরীক্ষা ৯ নভেম্বর থেকে পিছিয়ে ১২ নভেম্বর তারিখে রাখা হয়েছিল।

জেএসসি ও জেডিসির নতুন সূচি, গণিত ১৪ নভেম্বর 1

জেএসসি ও জেডিসির নতুন সূচি, গণিত ১৪ নভেম্বর 2

এছাড়া মাদ্রাসা বোর্ডে জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসিতে ১২ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টা।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শুক্রবার ৯ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে যথাক্রমে ১২ ও ১৪ নভেম্বর নতুন তারিখ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর ১১ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে নেওয়া হয় যথাক্রমে ১৩ ও ১৬ নভেম্বর। সর্বশেষ রোববার (১০ নভেম্বর) সেই সময়সূচিতে আবার পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!