জুলুসে চট্টগ্রামের যেসব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোববার (১০ নভেম্বর) চট্টগ্রাম নগরীতে জশনে জুলুস বের হবে। আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এ জুলুস বের হবে বলে জানিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (ম. জি. আ)। রোববার সকাল ৮টায় নগরীর বিবিরহাট সুন্নীয়া মাদ্রাসা হতে জুলুসটি শুরু হয়ে মুরাদপুর-মির্জারপুল-কাতালগঞ্জ-অলিখাঁ-গুলজার-প্যারেড কর্নার-সিরাজউদ্দৌলা রোড-দিদার মার্কেট-চন্দনপুরা-আন্দরকিল্লা-চেরাগী পাহাড় মোড়-জামাল খান-আসকার দিঘী-কাজীর দেউড়ি-আলমাস-ওয়াসা মোড়-জিইসি-ষোলশহর ২ নম্বর গেট-মুরাদপুর-বিবিরহাট হয়ে মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এরপর দুপুর ১২টায় ঈদে মিলাদুন্নবীর (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে।

জুলুস চলাকালে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় জুলুসের রুটে সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া নগরীর আন্দরকিল্লা, চেরাগী পাহাড় মোড়, জামাল খান, নেভাল এভিনিউ, রেডিসন চত্বর, আলমাস মোড়ে ডাইভারশন দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া এসব রাস্তা যথাসম্ভব এড়িয়ে যাবার জন্য অনুরোধ করা হয়েছে।

এইচটি/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!