জিপিএইচ ইস্পাতে গলিত লোহায় পুড়েছে ৭ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানার গলিত লোহায় এক ভারতীয় নগরিকসহ ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলউদ্দিনের ছেলে শাহিন আলম (৩২), আবদুল আহাদের ছেলে টিপু সুলতান (৩২), সিরাজুল্লাহর ছেলে শহিদুল ইসলাম (২৯), মো. আলীর ছেছে নুরুজ্জামান (৪০), আবদুল হাইয়ের ছেলে আমির হোসেন (২৭), সুদর্শনের ছেলে রবিদ্র (২৪) ও বন বান তাসি সোহানের ছেলে কে ওয়াল সিং সোহান (৪৬)। এদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া না গেলেও কে ওয়াল সিং সোহান ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার, বিকাল ৫টার দিকে আহত অবস্থায় কারখানার ৭ শ্রমিককে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরা সবাই ছোট কুমিরার জিপিএইচ ইস্পাত কারখানার শ্রমিক।

মেডিকেলের ডাক্তারের বরাত দিয়ে তিনি আরও বলেন, দগ্ধ ৭ শ্রমিকের চিকিৎসা চলছে। তারা সবাই আশঙ্কামুক্ত।

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!