জায়নামাযে মোড়ানো বিদেশি সিগারেট, জব্দ করল কাস্টমস

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

 

সোমবার সকালে বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ চেক করলে জায়নামাযে মোড়ানো অবস্থায় সিগারেটগুলো পাওয়া যায়।

sigaret-foreing_272572

কাস্টমসের সহকারী কমিশনার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের বাসিন্দা করিম ও শামীমের লাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। গত ২ জুন এ দুজন শারজা থেকে আসলেও লাগেজগুলো নিতে আসে সোমবার।

 

এসময় দুজনের কথাবার্তায় সন্দেহ হলে লাগেজগুলো খুলে চেক করে কাস্টমস কর্মকর্তারা। তল্লাশীতে লাগেজের ভেতরে জায়নামাযে মোড়ানো অবস্থায় বেনসন ও ইজি ব্র্যান্ডের ২২০ কার্টন সিগারেটগুলো পাওয়া যায়। এসব সিগারেটের বৈধ কোন কাগজ না থাকায় এগুলেঅ জব্দ করা হয়।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স
এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!