জাল টাকাসহ দুজন ধরা চট্টগ্রামের ভোটের একদিন আগে

জামালপুর থেকে চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র একদিন আগে চট্টগ্রামের পুলিশ পাঁচ লাখ ৯০ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এর সবগুলোই এক হাজার টাকার জাল নোট।

ধারণা করা হচ্ছে, সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের মাঝে বিলি করার জন্যই এই টাকা আনা হয়েছিল।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার নিউ শহীদ লেইন জামে মসজিদ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এই দুজন হলেন জামালপুরের সরিষাবাড়ির থানার বারিকোটল এলাকার বাসিন্দা আজিজ (৬০) এবং ডুইরা বাড়ি এলাকার হারুন (৪০)।

জানা গেছে, আকবরশাহ থানার পুলিশ ফোরকানিয়া মাদ্রাসা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সন্দেহজনক দুজনকে ধরে তাদের ব্যাগ তল্লাশি করার পর ৫ লাখ ৯০ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

ভোটের এক দিন আগে জামালপুর থেকে চট্টগ্রামে কেন এত টাকার জাল নোট নিয়ে আসা হল— এ নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে গ্রেপ্তার দুই ব্যক্তি পুলিশকে জানিয়েছে, জাল নোটগুলো তাদের নয়। তারা মূলত বাহক। মূল মালিককে খুঁজতে কাজ শুরু করেছে আকবর শাহ থানার পুলিশ।

তবে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা করে আসছিল বলে পুলিশকে জানিয়েছে। জামালপুর জেলায় এ দুজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!