জামেয়া আহমদিয়ায় পরিত্যক্ত বোমা থাকার তথ্য দিয়ে ফেঁসে গেলো যুবক

পাঁচলাইশে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসায় পরিত্যক্ত অবস্থায় ৬টি বোমা রাখা আছে এমন কথা বলায়— সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে মাদরাসা কর্তৃপক্ষ। ওই ব্যক্তির নাম সাজেদুল আবরার (২৮)।তিনি ওই মাদ্রাসার কামিলের প্রাক্তন ছাত্র। আবরার চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ তাকে হেফাজতে রেখে ওই তথ্যের সত্যতা খতিয়ে দেখছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

আঞ্জুমান সিকিউরিটি ফোর্সের (এএসএফ) প্রধান সাদেক হোসেন পাপ্পু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আটককৃত যুবক জিজ্ঞাসাবাদে জানতে পারে সে আসলে একজন মানসিক রোগী। তার পরিবার ও সাবেক ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে বোমার বিষয়ে তথ্য সঠিক ছিল না। তবুও যাচাই-বাছাই করতে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বলেন, ‘আটককৃত সাজেদুল আবরারের মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা হচ্ছে। তার কি আসলে মানসিক সমস্যা নাকি অন্য কিছু তা কেবল যাচাই বাছাইয়ের পরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!