জামিন নিয়ে পালিয়ে যাওয়া এক রোহিঙ্গার ৬ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের কোতোয়ালীতে আটক হয়েছিলেন ইয়াবাসহ

২০১৮ সালে ১৬৫০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে যান মিয়ানমারের নাগরিক মো. সৈয়দ আলম (২০)। এর ৩ বছরেরও বেশি সময় পর বুধবার (১৯ জানুয়ারি) তাকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাথে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড।

বুধবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

জানা যায়, ২০১৮ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রামের কোতোয়ালী থানার নুর আহমেদ সড়ক থেকে সৈয়দ আলমকে তল্লাশি করে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এরপর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তবে এর মধ্যে আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান তিনি।

সাজাপ্রাপ্ত আসামি মো. সৈয়দ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা শরণার্থী ক্যাম্পের এ ব্লকের মৃত রুস্তম আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের মামলায় মো. সৈয়দ আলম নামে মিয়ানমারের এক নাগরিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!