জামিনে থাকা ৯০ বছরের বৃদ্ধ ধরে কব্জির জোর দেখালো পুলিশ

ঘুষ চেয়েছিল ৫০ হাজার

চট্টগ্রামের মিরসরাইয়ে জামিনে থাকার পরও জাহাঙ্গীর আলম নামের এক ৯০ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয় মিরসরাই থানা পুলিশ।

ওই সময় বিচারক এজলাস থেকে নেমে গেলে নিয়মানুযায়ী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জাহাঙ্গীর মিরসরাই উপজেলার সুফিয়া রোডের নওশাদ চেয়ারম্যান বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।

আসামির আইনজীবী অ্যাডভোকেট রহিমা আক্তার বলেন, ‘একজন আসামি জামিনে থাকার পরও তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো সুনির্দিষ্টভাবে আইনের লঙ্ঘন, যা আদালত অবমাননাও। তাই আদালত অবমাননা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবং এ ঘটনার প্রতিকার চেয়ে রোববার (২৩ আগস্ট) হাইকোর্টে একটি রিট দায়ের করা হবে। এভাবে চললে মানুষ ন্যায়বিচার পেতে পারে না।’

অ্যাডভোকেট রহিমা আক্তার বলেন, ‘নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল (মামলা নম্বর-১১৭/২০১৯) ফেনীর আদালত থেকে আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০১৯ সালের ১ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ খবর পেয়ে তিনি ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ওই ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন। সেই জামিননামার রি-কল ২০১৯ সালের ১ অক্টোবর মিরসরাই থানায় জমা দিয়ে রিসিভ কপিও নেন আসামি জাহাঙ্গীর আলম। নিয়ম অনুযায়ী রিকল পাঠানোর সঙ্গে সঙ্গে ওই ওয়ারেন্ট নিষ্পত্তি করার কথা। কিন্তু পুলিশ রিকল পাওয়ার পরও ওই ওয়ারেন্ট দীর্ঘদিন নিষ্পত্তি না করে উল্টো আমার মক্কেলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছেন।’

বৃদ্ধের আইনজীবী আরও বলেন, ‘জাহাঙ্গীর আলম যে জামিনে আছেন এবং থানায় রিকল জমা দেওয়া হয়েছে— এটা জানানোর পরও পুলিশ তা আমলে নেয়নি। তার কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছিল পুলিশ। টাকা না দেওয়ায় জামিনে থাকার পরও বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। থানা থেকে এএসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল আনোয়ার তাকে আদালতে নিয়ে আসেন।’

এ প্রসঙ্গে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘থানায় রিকল জমা দেওয়ার পরে কোনো আসামিকে পরোয়ানায় গ্রেপ্তার করে আদালতে পাঠানোর সুযোগ নেই। এখানে কোথাও একটা ভুল হচ্ছে। আমার কাছে এ ধরনের অভিযোগ নিয়ে কেউ আসেননি। আসলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতাম।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!