জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ

চট্টগ্রামের শীর্ষ জামায়াত নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে চট্টগ্রামের একটি আদালত।

সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে বৌদ্ধ মন্দির ভাঙার ঘটনায় দায়ের হওয়া মামলায় এ চার্জ গঠন করা হয়।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে এই অভিযোগ গঠন করা হয়। প্রধান অভিযুক্ত শাহজাহান চৌধুরী এসময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত আগামী বছরের ৩০ মার্চ এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। মামলায় ১৮ আসামির মধ্যে ১৩ আসামিই পলাতক।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে সাতকানিয়ার চরতি ইউনিয়নে একটি বৌদ্ধ মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার পর সাতকানিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আগামী ৩০ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

বিএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!