জামায়াতের আরও ১০ নেতাকর্মীকে রিমান্ডে নিল পুলিশ

জামায়াতে ইসলামীর গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে আরও ১০ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত ১৭ মে গোপন বৈঠক করার সময় চট্টগ্রাম নগরীর টেরিবাজার থেকে ৪৯ জন জামায়াতে ইসলামীর এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান শুনানি শেষে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন সাইফুদ্দিন খালেদ (৩৫), মো. হুমায়ুন কবির (৫০), রাশেদুল করিম রাশেদ (৩৪), হাফেজ মো. তাজুল অইসলাম (৩৮), মো. ইস্রাফিল (৫০), মো. শাহজাহান (৩৮), মো. সাদ্দাম হোসাইন (৩২), হুমায়ন কবির (২৪), ওসমান গনি ওরফে ওসমান (২৯) ও সাইইফুল ইসলাম (২৪)।

আদালত সূত্রে জানা যায়, জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীর মধ্যে প্রথম পাঁচজনের রিমান্ড শেষে বুধবার পরবর্তী ১০ জনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের প্রতিজনকে ১দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!