জামালখান দেখছে তারের জঞ্জাল!

‘জামালখান দেখবে বাংলাদেশ’— এমন শ্লোগান নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর নগরীর জামালখানে শুরু করেছিলেন সৌন্দর্যবর্ধনের কাজ। কিন্তু জামালখান এখন নিজেই হরহামেশা দেখছে তারের জঞ্জাল।

সৌন্দর্যবর্ধনের নামে দোকানপাটের ব্যবসা, অ্যাকুরিয়ামের নামে মাছের ব্যবসাসহ নানা কারণে আলোচনা-সমালোচনার মাঝে জামালখানের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আরেক উৎপাত— ব্যস্ত পথে নেমে আসা তারের জঞ্জাল।

জামালখানের আসকার দিঘি এলাকার রীমা কমিউনিটি সেন্টারের সামনে ফুটপাতজুড়ে তারের জঞ্জাল ছড়িয়ে-ছিটিয়ে আছে মাসাধিককাল ধরে। জঞ্জাল মাড়িয়ে পথচারীদের চলাচলে ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওপর থেকে নেমে আসা এসব তার ফুটপাতের ওপর নেমে এলেও কর্তৃপক্ষের কেউ যেন নেই দেখার।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!