জামালখানে দুর্ঘটনা, ৯৯৯ নম্বরে কল পেয়ে ছুটে এল ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নগরীর জামালখানে রিকশা উল্টে হাত-পা ভেঙে গেছে এক শিশুর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসে তাসলিমা (১০) নামের ওই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে জামালখান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় একজন পথচারী ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসে ওই রিকশাযাত্রীদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রিকশায় শিশু তাসলিমার সঙ্গে তার মা পিংকী আকতারও ছিলেন। তবে হাত-পা ভেঙে গেছে শিশুটির। তাদের চমেক হাসপাতালে ভর্তি করে দিয়েছে ফায়ার সার্ভিস।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!