জামালখানের ছাত্রলীগ নেতা তারেক হত্যা মামলার আসামি ধরা পড়ল লোহাগাড়ায়

চট্টগ্রাম নগরীর জামালখানে আসকার বিন তারেক (ইভান) হত্যা মামলার অন্যতম আসামি সৌরভ দাশকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

সৌরভ দাশ জামালখান এলাকার কিশোর গ্যাং লিডার শৈবাল দাশের অনুসারী বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কিশোর ইভান হত্যা মামলার মূল আসামি সৌরভ দাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট তিনজনকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সৌরভ দাশকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

এর আগে ইভান হত্যায় জড়িত থাকার অভিযোগে ২৭ এপ্রিল প্রিয়ম বিশ্বাসকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। প্রিয়মের বিরুদ্ধে ২০১৯ সালে করা দ্রুত বিচার আইনের আরও একটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চেরাগী পাহাড় এলাকায় জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিকের অনুসারীদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনা ঘটে।

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসকার বিন তারেক গুরুতর আহত হন।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দিন ইভান হত্যা মামলায় শোভন দেব (১৭) নামে এক যুবককে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!