জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রিকেটে জেলার সেরা বাওয়া স্কুল

৪৯ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বালিকাদের ক্রিকেটে চট্টগ্রাম জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (বাওয়া স্কুল)। গতকাল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কোতোয়ালী থানা চ্যাম্পিয়ন বাওয়া স্কুল ৬ উইকেটে গতবারের জেলা চ্যাম্পিয়ন সীতাকুন্ড থানার চিটাগাং কেমিকেল কমপ্লেক্স গার্লস স্কুলকে পরাজিত করে।

টসে জিতে ফিল্ডিং নিয়ে মাত্র ৪৫ রানের টার্গেট পায় বাওয়া স্কুল যা তারা ৭ ওভারেই তুলে নেয় ৪ উইকেট হারিয়ে। বাওয়া স্কুলের সামিরা ও রামিসা ২টি করে উইকেট পায়। সেমিফাইনালে বাওয়া স্কুল ৯ উইকেটে হাটহাজারী থানা চ্যাম্পিয়ন ফতেয়াবাদ স্কুলকে পরাজিত করেছিল।

খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এর আগে জেলা পর্যায়ের খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সাংবাদিক জাকির হোসেন লুলু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!