জাতীয় মানবাধিকার কমিশনের পরামর্শ সভা

জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ব্যবসা ও মানবাধিকার শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) হোটেল পেনিনসুলায় বেলা সাড়ে দশটায় এ অনুষ্ঠিত এ সভায়
বক্তারা বলেন, যে কোন প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক, কর্মকর্তাদের মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে। কলকারখানায় কর্মরত শ্রমিক, কর্মকর্তাদের স্বার্থ মালিকদের দেখতে হবে। কোন ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধুমাত্র ব্যবসা হওয়া অনুচিত।

জেলাপ্রশাসক ইলিয়াস হোসেন বলেন, যে কোন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক, কর্মকর্তাদের স্বার্থ দেখতে হবে। তারা যেন কোন প্রকার হেনস্থার শিকার না হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

স্লাইড শোর মাধ্যমে মানবাধিকার বিষয়ে তথ্য পরিবেশন করেন, শ্রীলংকার শর্মিলা রসুল ও ভারতের প্রীত কোর।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!