জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া বিভিন্ন পরীক্ষার নতুন সময়সূচি মঙ্গলবার (৭ মে) বিকেলে ঘোষণা করা হয়েছে। সম্মান চতুর্থ বর্ষের গত ১৩ এপ্রিল ও ৪ মে স্থগিত হওয়া পরীক্ষা ২২ ও ২৫ মে অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের গত ১৩ এপ্রিল ও ৪ মের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এ দুই পরীক্ষা ২২ ও ২৫ মে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ২০১৭ সালের অনার্স ২য় বর্ষের (বিশেষ) ৪ মের স্থগিত পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের অনার্স ১ম বর্ষের (বিশেষ) ৫ মের স্থগিত পরীক্ষা ২১ মে, ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ৪ মে ও ৫ মে স্থগিত পরীক্ষা যথাক্রমে আগামী ১৬ ও ১৭ মে, ২০১৮ সালের বিবিএ (প্রফেশনাল) ২য় বর্ষ ৪র্থ সেমিস্টার এবং বিএড অনার্স ২য় বর্ষ ৪র্থ সেমিস্টারের ৪ মে স্থগিত পরীক্ষা ১১ মে এবং ২০১৮ সালের বিএসএড ৫ মের স্থগিত পরীক্ষা ১৮ মে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!