জাতীয় পরিচয়পত্রবিহীন বেদে সম্প্রদায়ও পেলো করোনার ভ্যাকসিন

জাতীয় পরিচয়পত্রবিহীন বেদে সম্প্রদায়কেও আনা হলো করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায়। প্রথম দিন ২০০ জনকে টিকা দেয়া হয়েছে চট্টগ্রামে।

বস্তিবাসী ও তৃতীয় লিঙ্গের মানুষের পর করোনা ভ্যাকসিন দেয়া হলো বেদে সম্প্রদায়কে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় বেদে পল্লীতে করোনা ভ্যাকসিন দেওয়া হয়।

প্রাথমিকভাবে বেদে সম্প্রদায়ের ২০০ জনকে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন বলেন, হিজড়া ও বেদে সম্প্রদায়সহ পিছিয়ে থাকা অন্যান্য জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র না থাকলেও তারা আমাদের সমাজেরই মানুষ।

সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাদের বাদ দিয়ে আমরা সুরক্ষিত থাকতে পারি না।

তাই বেদে সম্প্রদায়কে ভ্যাকসিনের আওতায় আনা হলো—বলেন সিভিল সার্জন।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!