জাতির পিতার জন্ম না হলে এই দেশ স্বাধীন হত না: সাংসদ বদি

জাতির পিতার জন্ম না হলে এই দেশ স্বাধীন হত না: সাংসদ বদি 1গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ : টেকনাফে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮ টায় টেকনাফ উপজেলা ক্যার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করেন স্থানীয় সংসদ সদস্য উখিয়া টেকনাফবাসীর প্রাণ প্রিয় নেতা আলহাজ্ব আবদুর রহমান বদি। তিনি টেকনাফ উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্টে নিহত হওয়া সকল শহীদদের পথিকৃতিতে মাল্যদান মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এর পর শোক র‌্যালী ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসাবে ১৫ আগষ্ট শহীদ হওয়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গঠন মুলক বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশ কোন দিনও স্বাধীন হত না। সেই প্রিয় নেতা ও তার পরিবারের সদস্যদেরকে যারা নির্মম ভাবে হত্যা করেছে সেই সব খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের উচিত বিচার করা হবে। সেই ভুমিকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীরা। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হলে উখিয়া-টেকনাফের এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবারও উপহার দেব। সেই টার্গেট মাথায় রেখে নেতাকর্মীদেরকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। তার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে গণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর। সভা পরিচালনা করেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা পরিষদের সদস্য,-কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিক মিয়া, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জাফর আহমদ, সহ-সভাপতি জহির হোসেন এম.এ, উক্ত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন, টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ উপজেলা শ্রমিকলীগের সভাপতি টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান মিয়া, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ, আওয়ামী লীগের নেতা- রাকিব আহমদ মেম্বার, শাহ্ আলম মেম্বার, আবদুর রহমান বাহার, মনির উল্লাহ, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ হোসেন খোকন, টেকনাফ উপজেলা কৃষক লীগের সভাপতি এ বি এম আবুল হোসেন রাজু, টেকনাফ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, টেকনাফ পৌর যুবলীগের সাবেক সভাপতি মনজুরুল করিম সোহাগ। সভা শেষে টেকনাফ উপজেলার আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য বিশাল এক কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!