জাতির জনক কে হত্যা ও শেখ হাসিনাকে হত্যা চেষ্টা একসূত্রে গাঁথা

জাতির জনক কে হত্যা ও শেখ হাসিনাকে হত্যা চেষ্টা একসূত্রে গাঁথা 1আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগরের আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির জনক কে হত্যা ও শেখ হাসিনাকে হত্যা চেষ্টা একসূত্রে গাঁথা । ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যাকারীদের দোসররাই ২১ আগষ্টের গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছে। ৭১ এর পরাজিত শক্তি ১৫ আগষ্ট জাতির পিতাকে হত্যা করে তারা ভেবেছিল এ দেশকে পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিনত করবে । কিন্তু, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী ভূমিকায় এদেশের মানুষ তাদের সেই স্বপ্ন ভেঙ্গে দিয়েছে । বার বার শেখ হাসিনাকে হত্যা চেষ্টার পরও তিনি একবারের জন্যও সেই অপশক্তির কাছে মাথানত করেননি ।
বক্তারা ১৫ আগস্ট জাতির জনকের স¦পরিবারে পালিয়ে থাকা হত্যাকারী ও ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসির দাবী জানান ।
২১ আগস্ট আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন ।
সংগঠনের আহবায়ক শাহেদুল আলম অপুর সভাপতিত্বে ও সেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটুর পরিচালনায় নগরীর সাথী কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য হাসিনা জাফর ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, প্রধান বক্তা ছিলেন ওমর গণি এম,ই,এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা হাজী নাছির উদ্দিন, এমইএস কলেজ ছাএলীগ নেতা তৌহীদ উদ্দিন মানিক, মো:শাহিনুর আলম, মো:জিসান চৌধুরী, মো: আরমান আলী, মো:সাইফুল ইসলাম, মো:ফোরকান, সাইমুন চোধুরী, মো : আরিফুর রহমান, ইকবাল, নাসিম, ফেরদৌস ইনাম, মন্জুর আলম, আসফাক, জামসেদুল আলম প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!