জাতির জনকের শততম জন্মবার্ষিকীতে বিসিবির দেশব্যাপী টুর্নামেন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে অনূর্ধ্ব-২৩ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো দেশের ক্রিকেট অঙ্গনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের আমেজ ছড়িয়ে দিতে এবং নতুন ক্রিকেটার খুঁজে বের করার লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ মে) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পুরো বাংলাদেশে আমরা অনূর্ধ্ব-২৩ টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করছি। পুরো বছর ধরে চলবে এটা। প্রথমে জেলা পর্যায়ে শুরু হবে। ওখান থেকে বিভাগীয় একাদশ তৈরি হবে। তারপর ফাইনাল হবে।’

টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা মনে করি এই টুর্নামেন্টের মাধ্যমে প্রত্যেক জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপন ছড়িয়ে পড়বে আর আমরা বাংলাদেশ দলের বিরাট উপকার হবে। ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় পাব।’

তৃণমূল থেকে খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে বয়সভিত্তিক পর্যায়ে আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে বোর্ডের, যেখানে অংশ নেবে ১২ বছরের কম বয়সী ক্ষুদে ক্রিকেটাররা। যদিও ঐ টুর্নামেন্টের ব্যাপারে এখনো পূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!