জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু 1নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জলাবদ্ধতা নিরসনে নগরীর খালগুলোকে ছয়টি জোনে ভাগ করে খনন কাজ শুরু করেছে। রোববার (৬ জানুয়ারি) সকাল ১০টায় বহদ্দারহাট পুলিশ বিট এলাকায় চাক্তাই খালের প্রবেশ মুখে খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 

এ সময় মেয়র বলেন, ভারী বৃষ্টির পানি যাতে দ্রুত অপসারণ হতে পারে সেই লক্ষ্যে বর্ষার আগেই নগরীর খালগুলোর পলি, মাটি, বর্জ্য অপসারণ করা হবে। খনন কাজ বর্ষা পর্যন্ত চলমান থাকবে।উন্নত দেশে মানুষ নালা-খালে বর্জ্য ফেলে না। তারা জানে এগুলো পানি অপসারণের জন্য। আমাদের এখানে মানুষ নির্বিচারে নালা-খালে বর্জ্য ফেলছে। তাই প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ে খালগুলো খনন করতে হচ্ছে। আশাকরি, নগরবাসী এবার নির্দিষ্ট বিনে, নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলে সহযোগিতা করবে।

 

খাল খনন প্রকল্পের উদ্বোধনের সময় চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!