জলজট যানজটে বিপর্যস্ত পেকুয়া বাজার !

জলজট যানজটে বিপর্যস্ত পেকুয়া বাজার ! 1ইমরান হোসাইন, পেকুয়া : অবৈধ স্থাপনা, পরিচালনা কমিটির অব্যবস্থাপনা, দখল, দূষণ ও ড্রেনেজ অব্যবস্থার কারণে আগের সেই জৌলুস হারাচ্ছে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার। বহুকাল ধরে এ বাজারের অনেক সুনাম থাকলেও এখন তাতে যেন ভাটার টান। বাজার ব্যবস্থাপনা কমিটির অব্যবস্থাপনায় উন্নয়নের ছোঁয়া লাগছে না অর্ধশত বছরের পুরনো এ বাজারে।

বুধবার (২৫অক্টোবর) সরেজমিন দেখা যায়, বরইতলি-মগনামা সড়কের পেকুয়া বাজার অংশে সৃষ্টি হয়েছে ২-৩ ফুট গভীর তিনটি গর্ত। তাছাড়া পুরো সড়ক খানাখন্দকে ভরা। যা দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গাড়ী চলতে গিয়ে কাদাজল ছিটকে পড়ছে আশেপাশে। বাজারের প্রায় সকল রাস্তায় কাদা জমে পায়ে হাটা দুরূহ হয়েছে ক্রেতাসাধারণের।

বাজারের ব্যবসায়ীরা জানান, পেকুয়া উপজেলার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার লোকজন এ বাজারে সওদা করতে আসে। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বসে হাট। সপ্তাহের বাকি দিনগুলোতে এ বাজারে কম হয়না সওদা। বিয়েসাধির বাজার সহ গৃহস্থালির বাজারের জন্য উপকূল জুড়ে প্রসিদ্ধ এ বাজার।

পেকুয়া বাজারের সচেতন ব্যবসায়ীরা বলেন, নিয়মনীতি তোয়াক্কা না অপরিকল্পিতভাবে দোকান স্থাপন ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরাট হয়ে গিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তা। এছাড়া সড়কের এক-তৃতীয়াংশ জায়গা দখল করে বসেছে ভাসমান দোকান। বাকি এক অংশে সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। সড়কের বাকি অংশে চলাচল করতে গিয়ে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়াও দোকান চুরির মত উদ্বেগজনক ঘটনা নিয়মিত এ বাজারে।

রবইতলি-মগনামা সড়কের শ্রমিক নেতা মো. ফেরকান বলেন, পেকুয়া বাজার সড়কের এই নাজুক অবস্থার জন্য চালক যাত্রী উভয়ের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজটের কারণে একদিকে যাত্রীদের সময় নষ্ট হচ্ছে। অপরদিকে কাদা পানি জড়িয়ে গাড়ীর মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।

পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আকতার আহমদ বলেন, বাজারে প্রায় ৫শতাধিক ছোটবড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সরকার প্রতিবছর বিপুল রাজস্ব নিয়ে বাজার ইজারা দিলেও উন্নয়ন কার্যক্রম অপ্রতুল।

পেকুয়া বাজার ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, আমি ব্যক্তিগত খরচে প্রত্যেকদিন বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে থাকি।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, বাজার এলাকা ছোট হওয়াতে জায়গার সংকট রয়েছে। সে তুলনায় ব্যবসা প্রতিষ্ঠান বেশি হওয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে। এসব সমস্যা সমাধানে বাজারের আয়তন বৃদ্ধি করা জরুরি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, বরইতলি-মগনামা সড়ক সংস্কার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কাজ শেষ হলে সড়কের সমস্যা সমাধান হয়ে যাবে।

তিনি আরো বলেন, বাজারের অন্যান্য সমস্যার ব্যাপারে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। আমি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!