জমি নিয়ে বিরোধে প্রতিবেশী খুন, ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের কর্ণফুলীতে জমির বিরোধে প্রতিবেশী খুনের ঘটনায় দু’জনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে চারজনকে।

বুধবার (৩১ মে) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম ১৩ বছর আগে সংঘটিত এই খুনের মামলায় এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ জাবেদ, হাবিজ আহমদ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন হলেন মিন্টু মিয়া।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর কর্ণফুলীতে জায়গা জমির বিরোধে খুন হন আব্দুস সবুর। এই ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদি হয়ে কর্ণফুলী থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১১ সালের সেপ্টেম্বরে ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত ৮ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/১৪৯/৩২৪ ধারায় অভিযোগ গ্রহণ করে বিচার শুরুর আদেশ দেন।

এরমধ্যে চার্জশিটভুক্ত দুই আসামি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!