জমকালো আয়োজনে মিস্টার এন্ড মিস চিটাগাংয়ের লোগো উদ্বোধন করলো পোট্রেট

আলোকচিত্র ও সাংস্কৃতিকবিষয়ক সংগঠন পোট্রেটের উদ্যোগে সোমবার (২৯ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে চট্টগ্রামের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগীতা মিস্টার এবং মিস চিটাগাং-২০১৯ এর লোগো ও রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জমকালো এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী । উদ্বোধক ছিলেন চিটাগাং ক্লাবের সাবেক ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ্ আল ছগীর ছুট্টু। অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মন্জুর কাদের মন্জু, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, সিপিজেএ এর সভাপতি দিদারুল আলম দিদার, যমুনা ওয়েল লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব, ডিভাইন ইকো রিসোর্টের ভাইস চেয়াম্যান হাসিব উদ্দিন তারেক, পোট্রেটের সহযোগী সম্পাদক নাজিম উদ্দিন সোহাগ, কর্ণফুলি ইলেকট্রিকের পরিচালক ফণী ভূষণ দেব, পোট্রেট উপদেষ্ঠা মিন্টু দাশ, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, সুব্রত বড়ুয়া রনি, পোশাক ডিজাইনার শিমুল খালেদ, সংগঠক সুমন খালেদ, কোরিওগ্রাফার সালেহ রবি জন ও আলোকচিত্রী জামাল বশির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোট্রেট পরিচালক রূপম চক্রবর্তী। ফ্যাশনের কোরিওগ্রাফার ছিলেন আরাফাত উল হক।

সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন রূপা রোজারীন ও ম্যাক মহসিন ও এ্যাপী। ইভেন্ট এ ছিলো ঝিলকা।

উল্লেখ্য, ২০০৭-২০১১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছিল। দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে এ প্রতিযোগিতাটি আবার শুরু হচ্ছে। এ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী অনেকে আজ মিডিয়া জগতে স্ব স্ব ক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে । আশা করা যাচ্ছে, মিস্টার এন্ড মিস চিটাগাং অন্যান্য বারের মতো এবারও দেশীয় সংস্কৃতির পরিচয় তুলে ধরে বিশুদ্ধ বিনোদনের নির্মল আনন্দ দেবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!