জঙ্গীবাদ নির্মূলে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে

বোয়ালখালী প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা

বোয়ালখালী প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা বলেছেন- দেশে যেভাবে জঙ্গীবাদ মাথাছড়া দিয়ে উঠেছে তা সত্যিই শঙ্কার। এসব জঙ্গীবাদ নির্মূলে সাংবাদিকদের বস্তুুনিষ্ট লেখনি যথেষ্ট ভূমিকা রাখতে পারে।

গত ২০ মে সোমবার বোয়ালখালী প্রেসক্লাবের ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, হাওলা দরবার শরীফের সাজ্জাদানশীন নঈমুল কুদ্দুস আকবরী, আহলা দরবার শরীফের পীর সৈয়দ ফখরুল ইসলাম রেজভী, প্রেসক্লাবের উপদেষ্টা নাসির আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দক্ষিণ জেলার আবদুল হাকিম রানা, সহ-সভাপতি আবদুর রাজ্জাক, এডভোকেট দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মহিউদ্দীন, সদস্য কামরুল ইসলাম, দৈনিক আজাদী প্রতিনিধি এস এম মনজুর আলম, এডভোকেট সেলিম চৌধুরী, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, বোয়ালখালী নিউজ.কম সম্পাদক আবুল ফজল বাবুল, সাংবাদিক টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দীন, বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র জোবাইদা বেগম, শাহাজাদা মিজানুর রহমান, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, সমাজসেবক আবু তালেব, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ, আওয়ামী লীগ নেতা নুুরুল গণি শাহ্, উপজেলা যুবলীগের সভাপতি সেলিম উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভপতি রমা বৈদ্য, আওয়ামী লীগ নেত্রী জোবাইদা রুনু, মহিলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেত্রী মেম্বার ভালবাসা দাশ, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ নেতা ডা. সৌরভ বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক স ম রবিউল হোসাইন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!