জঙ্গি সংগঠনের এক সদস্য আটক চট্টগ্রামে

চট্টগ্রামের হাটহাজারী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও জিহাদী বই উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ মার্চ) বিকালে হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৭ এর একটি দল।

আটক জঙ্গি সদস্যের নাম মো. ওমর ফারুক (২২)। তিনি হাটহাজারী থানার তৈয়াবিয়াপাড়ার মো. জানে আলমের ছেলে।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সক্রিয় উগ্রপন্থী সদস্যরা তাদের সংগঠনের দাওয়াতী কার্যক্রম নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনার ও মিটিংয়ের জন্য হাটহাজারী এলাকায় অবস্থান করবে এমন—তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওমর ফারুককে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক ওমর ফারুক আনসার-আল ইসলামের অধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান শুনে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরে উগ্রপন্থী বিভিন্ন বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার-আল ইসলাম সংগঠনে যুক্ত হন। তিনি সংগঠনের একজন সক্রিয় সদস্য। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!