জঙ্গলে সাড়ে ৩ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারিরা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ছুড়িখাল সংলগ্ন নাফ নদীর তীর এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে হ্নীলা ইউনিয়নের লেদার ছুড়িখাল এলাকার নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে নৌকাযোগে কয়েকজন ব্যক্তিকে ছ্যুড়িখাল সংলগ্ন কেওড়া জঙ্গল পার হতে দেখে অবস্থানরত টহলদলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এমন সময় মাদক পাচারকারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে নৌকা বিপরীত দিকে ঘুরিয়ে নিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।

তিনি আরও জানান, পরে টহলদল কেওড়া জঙ্গল তল্লাশি করে ৪টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। ওইসব বস্তা থেকে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হবে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!