ছেলের সামনে বাবাকে খুন কিশোর গ্যাং লিডারের, ঢাকা থেকে ধরে আনলো র‌্যাব

চট্টগ্রামের কর্ণফূলীতে কিশোর গ্যাং লিডারের ছুরিকাঘাতে ছেলের সামনেই খুন করা হয় বাবা জাহাঙ্গীরকে। খুন করে ঢাকায় পালিয়ে গিয়েও নিজেকে রক্ষা করতে পারেনি ঘাতক কিশোর গ্যাং লিডার মো. রুবেল। র‌্যাব-৭ এর একটি দল মঙ্গলবার (২১ ডিসেম্বর) কিশোর গ্যাংয়ের অপর সহকারী মোহাম্মদ ইয়াসিনসহ তাকে আটক করে রাজধানীর কমলাপুর রেলস্টেশন হতে।

র‌্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিডিয়া) ফ্লা.লে. নিয়াজ মোহাম্মদ চপল জানান, ‘গত শনিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জাহাঙ্গীর কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাফর ড্রাইভার বাড়ির মৃত শরীফ আলীর ছেলে।

এর আগে শনিবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে চরপাথরঘাটা এলাকায় সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খুদ্যারটেক এলাকার অটোরিকশা চালক ইয়াছিনের সঙ্গে জাহাঙ্গীরের ঝামেলা হয়। এ সময় কিশোর গ্যাং লিডার রুবেল ঘটনাস্থলে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে সে জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চমেকের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, ‘নিহত জাহাঙ্গীরের স্ত্রী বাদি হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছিলো র‌্যাব। ঘটনার পরপরই আমরা নিশ্চিত হই রুবেল, ইয়াসিনসহ ঐ এলাকায় ৮ থেকে ১০ জনের একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনার সাথে জড়িত। এদের দুজনকে গ্রেফতারের পর আমরা অন্যদেরও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি।’

আসামিদের আটকের পর গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নিয়াজ মোহাম্মদ চপল।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!