ছুরির আঘাতে আওয়ামী লীগ নেতা খুন

রাতে ভাত খেয়ে বাড়ির বাইরে বের হতেই ছুরিকাঘাতে খুন করা হয় চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলালকে (৪৫)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে স্থানীয় তৈয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. বেলাল খাগরিয়ার মোহাম্মদ খালীর হাকিম আলী বাপের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ব্যবসা করতেন।

নিহতের বোন চেনু আরা বেগম বেলালের নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‌’বুধবার রাত ৯টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয় বেলাল। তৈয়ারপাড়া এলাকায় স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাত সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘খাগরিয়ায় আব্দুস সালাম ও লিয়াকত আলী মেম্বার নামে দুই আওয়ামী লীগ নেতার মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরে গত রাতে বেলাল উদ্দিনকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।’

ওসি আনোয়ার আরও জানান, ‘হত্যাকাণ্ডের পর রাতেই এলাকায় অভিযান চালিয়ে জাহেদ হোসেন (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশিয় এলজি উদ্ধার করা হয়েছে।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!