ছিনতাইয়ের অভিযোগে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী বহিস্কার

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর জামাতাকে তুলে নিয়ে ছিনতাই,মারধর ও মুক্তিপন দাবির অভিযোগে রবিবার বিকালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছেন বিশ্ববদ্যিালয় প্রশাসন।

বহিস্কৃতরা হলো, সঞ্জয়ঘোষ, মোকাররম শিবলু,শাহ মোস্তফা সৈকত, মোঃ আল রাজি,রায়হান পাটোয়ারি। বিশ্বিবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান জানান ঘটনায় তদন্তের জন্য ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি আরো জানান,বহিস্কৃত পাঁচ শিক্ষার্থী কোন ক্লাস পরিক্ষায় অংশ নিতে পারবেনা।

জানা যায়, শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর আলমগীর হোসেনের জামাতা মোঃ মনির সরদার কর্মস্থলে যাওয়ার পথে বিশ্ববদ্যিালয়ের পাঁচ শিক্ষার্থী তাকে ধরে বোট্যানিকাল গার্ডেন এলাকার ঝোপে নিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় তাকে দিয়ে বাড়িতে ফোন করিয়ে ১ লাখ টাকা মুক্তি পন দাবি করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!