ছিদ্দিক মিয়া ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর

সাতকানিয়া কলেজে আলোচনা সভায় বক্তারা

অভিবক্ত সাতকানিয়ার প্রয়াত সাংসদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা এম ছিদ্দিক মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দোআ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ চন্দ্র দত্ত।

বিশেষ অতিথি ছিলেন প্রয়াত সাংসদ ছিদ্দিক মিয়ার স্ত্রী রোকেয়া সিদ্দিকী, কন্যা উর্মি।

এতে প্রধান অতিথি বলেন, প্রয়াত সাংসদ ছিদ্দিক মিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ও বঙ্গবন্ধু প্রেমী ছিলেন।

বক্তব্য রাখেন, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুকরুক ইমু, কলেজ ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, ইফতেখার ইসফাত, ইসমাইল হোসেন, রাসেল উদ্দীন খোকন, এমরান খান রনি, তারেকুল হোসাইন, মাঈন উদ্দীন হাসান, রিয়াদ হোসাইন, হাসান মাহামুদ সবুজ, ইনজামুল হক অকি, ওয়াসি, রাকিবুল ইসলাম, এম এইচ মুনতাছির, হৃদয়, বিজয়, আরমান হোসাইন প্রমুখ।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!