ছাত্রীকে উত্যক্ত করায় মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড পেকুয়ায়

কক্সবাজারের পেকুয়ায় ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক মাদরাসা শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত শিক্ষক আমির হোসেনকে (২৮) এ সাজা দেন।

এর আগে পুলিশ বিকাল সাড়ে ৪টার দিকে টইটং জামিয়াতুল আল আফকার ইসলামীয়া মাদ্রাসা থেকে আমির হোসনকে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার বাসিন্দা।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো. ফরহাদ আলী জানান, আমির হোসেন ওই মাদ্রাসার শিক্ষক। ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে সে প্রায় সময় উত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, গত ১৫ মাস আগে মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন আমির। তিনি মাদ্রাসার একাধিক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ব্ল্যাক মেইলিং করে তাদের সঙ্গে খারাপ আচরণ করতেন। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে সাজা দেওয়া হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!