ছাত্রলীগ সভাপতি মার খেলেন বোয়ালখালী আওয়ামী লীগের সভায়, দুই গ্রুপের হাতাহাতি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ‍্যে তুমুল হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের ফুলতলী একটি কমিউনিটি সেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাই উপলক্ষে আয়োজিত সভায় এ ঘটনা ঘটেছে।

ছাত্রলীগ সভাপতি মার খেলেন বোয়ালখালী আওয়ামী লীগের সভায়, দুই গ্রুপের হাতাহাতি 1

প্রত‍্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা যায়, সভা শুরুর কিছুক্ষণের মধ‍্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ মইন এসে সামনের চেয়ারে বসা কয়েকজন কর্মীকে তুলে দিতে চাইলে এ নিয়ে উভয়পক্ষের মধ‍্যে বাকবিতণ্ডা হয়। পরে চরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিন খানের লোকজন জড়ো হয়ে আবদুল মোনাফকে লাঞ্ছিত করে।

এ নিয়ে সভায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর উর্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছাত্রলীগ সভাপতি মার খেলেন বোয়ালখালী আওয়ামী লীগের সভায়, দুই গ্রুপের হাতাহাতি 2

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ এ বিষয়ে বলেন, সভায় আসা বেশ কিছু মহিলা কর্মীকে বসার ব‍্যবস্থা করতে গেলে আমিন খানের লোকজন সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।

তবে মোনাফের অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত‍্যাশী আমিন খান বলেন, চেয়ারে বসা নিয়ে কয়েকজনের মধ‍্যে সামান্য হট্টগোল হয়েছিল। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে দ্রুত তা সমাধান হয়ে যায়। এতে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না।

রোববার (৩১ অক্টোবর) বেলা তিনটায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!