ছাত্রলীগ নেতা তানভীরের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পটিয়া

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ তানভীরের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে চট্টগ্রামের পটিয়া। এই ছাত্রলীগ নেতার মুক্তির দাবি জানাতে শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে পটিয়ার রাস্তায় নেমে আসে শত শত নেতাকর্মী। তারা আবু সাঈদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।

পরে বিকাল চারটায় পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে পটিয়া ডাকবাংলার মোড়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. কোরবান আলী, সহ-সভাপতি মনজুরুল ইসলাম মনজু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, স্বাস্থ্যবিষয়ক উপ-সম্পাদক সালাউদ্দিন সরোয়ার, আইনবিষয়ক উপ-সম্পাদক হাদী শাহ জামির, সাহিত্যবিষয়ক উপ-সম্পাদক জাহাঙ্গীর আলম, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল সাকের ছিদ্দিকী, আরাফাত শাকিল, আব্দুল্লাহ আল নোমান, পৌরসভা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জোবাইদুল ইসলাম সোহেল, জাহেদুল ইসলাম আরাফাত, আবদুল হান্নান, শাহাদাত হোসেন জুয়েল, আবু তৈয়ব, পিপলু শীল জয়, আজিজুল হক জীবন, রেজাউল করিম মুন্না, মো. কাউছার, তানবীর হোসেন, অছাদুজ্জামান আছাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আদালতে বিচারাধীন একটি মামলাকে ধাপাচাপা দিতে ‘চেক চুরির’ সাজানো মামলায় পিবিআই দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবু সাঈদ তানভীরকে গ্রেপ্তার করা করা হয়েছে। তারা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও শর্তহীন মুক্তির দাবি জানান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!