ছাত্রলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত, অবস্থা আশংকাজনক

এলোপাতাড়ি কুপিয়ে ছাত্রলীগের সাবেক এক নেতাকে রক্তাক্ত করা হয়েছে। আমিনুল ইসলাম আমিন নামক ২৮ বছরের এই নেতাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার নিউ মার্কেট এলাকার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামের ঐহিত্যবাহী ব্যবসায়ী সংগঠন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির দ্বি বার্ষিক (২০২১-২২) নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী আবুল হোসেনের পক্ষে নির্বাচনকেন্দ্রে এসে ছুরিকাঘাতে আহত হন দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

প্রত্যক্ষদর্শী উত্তর জানার কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জানান, ‘বেলা ৫ টার দিকে ১৫-২০ জনের একটি গ্রুপ ছুরি, লাঠি নিয়ে আমিনের উপর আক্রমণ করে এলোপাথারি মারতে থাকে। আমরা দেখে তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা পালিয়ে যায়, পরে তাকে আমরা মেডিকেলে নিয়ে আসি। কারা, কি কারনে হামলা করেছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন- আমরা বুঝে উঠতে পারছিনা কেন তাকে এভাবে মারা হলো, কে মেরেছ। আমরা চিনিনা, সে (আমিনুল ইসলাম আমিন) অপারেশন থিয়েটার থেকে বের হলে ওর থেকে জানতে পারব আসল ঘটনা কি।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিকাল নাড়ে ৫ টার দিকে আমিনুল ইসলাম আমিন নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। তার শরীরে তিনটি ছুরির ক্ষত রয়েছে এবং বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। নিউ মার্কেটে নির্বাচনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত হন বলে জানান জহির।’

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমিনের সাথে তার এলাকা সাতকানীয়ার কয়েকজনের সাথে পূর্ব থেকেই ঝামেলা ছিলো। হয়তো পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনাটা ঘটতে পারে, সে সুস্থ হলে আমরা সব তথ্য সংগ্রহ করব।’ এখন পর্যন্ত কাউকে আটক ও কোন মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে আহত আমিনের চাচাতো ভাই পরিচয়ে মোহাম্মদ রুবেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমার ভাইকে যারা মেরেছে আমরা তাদের শাস্তি চাই। এ ঘটনা শুনার পর আমিনের মা অজ্ঞান হয়ে গেছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমিনুল ইসলামকে নিউমার্কেট মোড়ে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। ছাত্রলীগের রাজপথের ত্যাগী কর্মীদের মধ্যে আমিনকে অস্বীকার করা যাবে না। তিনি বলেন, তার শরীরে ৫/৬টি ছুরিকাঘাত করা হয়েছে। এরমধ্যে তলপেটে ছুরির আঘাত রয়েছে ২টি। চমেক হাসপাতালে কাল (বুধবার) রাতে অস্ত্রপচারের কথা থাকলেও তা করা হয়নি।’

বিশ্বজিত/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!