মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমিছিল

মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে নগরীতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নগর ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন কলেজ, থানা-ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে (২২ জুলাই) নগরীর গোলপাহাড় মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রবর্তক মোড়ে এসে শেষ হয়। এরপর এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এক বছর মেয়াদের চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটি এখন সাড়ে ৫ বছর অতিক্রম করেছে। নগরে আওয়াতাধীন ১৫ টি থানার মধ্যে একটি থানা কমিটিও করতে পারেনি। ২টি সাংগঠনিক ওয়ার্ডসহ ৪৩টি ওয়ার্ড কমিটির মধ্যে নিজেদের মানুষ দিয়ে ৪টি ওয়ার্ড কমিটি দিয়েছে।

বিতর্কিতদের দিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি গঠন ছাড়া আর কোনো কলেজ ছাত্রলীগের কমিটি করতে পারেনি। নগর ছাত্রলীগের বেশিরভাগ নেতা বিবাহিত ও একাধিক মামলার আসামি। তাই মহানগর ছাত্রলীগের রাজনীতিতে প্রাণ ফিরিয়ে আনতে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে অনতিবিলম্বে নতুন কমিটি ঘোষণার দাবি জানাই।

মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে নগরীতে ঝাড়ু মিছিল
মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে নগরীতে ঝাড়ু মিছিল

সমাবেশে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আমিন শিবলী, সাবেক সহ সম্পাদক শুভ দে, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম শরীফুল হক, ছাত্রলীগ নেতা তৌহিদ কামাল, মো. ফরহাদ হোসেন, তারেক হোসেন, তানজীম হোসেন, তৌহিদুল ইসলাম ও মারুফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!