ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

দুর্নীতি ও প্রতারণা মামলায় তিন বছরের সাজা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল চট্টগ্রামের মিরসরাইয়ের আবুল কালাম আজাদ। ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজাদ (৫৭) উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার আবুল মনসুরের ছেলে।

পুলিশ জানায়, ২০০৩ সালে দুর্নীতি ও প্রতারণার একটি মামলায় দীর্ঘ শুনানি শেষে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আদালত আসামি আবুল কালাম আজাদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আজাদ গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পালিয়েছিল। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানার এএসআই কবির ওই এলাকার মসজিদে মুসল্লি হয়ে ফজরের নামাজ আদায় করে এলাকায় চলাফেরা করেন। এ সময় টের পেয়ে আজাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!