‘চোরে না শোনে ধর্মের কাহিনী’—চট্টগ্রামে ঈদের নামাজে মোবাইল চুরি করে ওরা

‘চোরে না শোনে ধর্মের কাহিনী’ এই প্রবাদটি কমবেশি সবারই জানা। ঈদের নামাজ পড়তে গিয়ে মোবাইল চুরি করে এই প্রবাদটিকে সত্য প্রমাণ করলো চট্টগ্রামের একটি চোর চক্র।

মোবাইল চুরির একাধিক অভিযোগ পেয়ে চোর চক্রকে ধরতে অভিযান চালায় চট্টগ্রামের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে চোর চক্রের ৩ সদস্যকে আটকের পর ১৩টি চোরাই মোবাইল ফোন পুলিশ উদ্ধার করে।

রোববার (৮ মে) দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল প্রকাশ নিলয় (২৭) ও মো. মনছুর আলম (৪৪)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ঈদের দিন জমিয়তুল ফালাহ মসজিদে আগত মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরি করে একটি চক্র। এ নিয়ে বেশ কয়েকজন থানায় অভিযোগ দিলে অভিযানে নামে পুলিশ।’

তিনি বলেন, ‘রোববার রাতে একাধিক জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। আসামিরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মোবাইলগুলো ঈদের দিন মুসল্লিদের পকেট থেকে চুরি করেছে বলে জানায় তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!