‘চোরাই মোবাইল বেচাকেনা’ ৪৫টি মোবাইলসহ ৬ জন ধরা

চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকে ৪৫টি চোরাই মোবাইলসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশাদার ছিনতাইকারীদের থেকে কমদামে মোবাইল কিনে ভাসমান দোকানে সেসব চোরাই মোবাইল বিক্রয়ের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) নতুন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টারের সামনে রাস্তার পাশে ফুটপাতের উপর থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তার ৬ আসামি হলো- মো. সুমন (২৯), মো. সাখাওয়াত হোসেন বাহার (৪০), মো. রাসেল (২৬), মো. রফিকুল ইসলাম (৩৩), মো. শাহ আলম (৩০) ও মো. মাসুম (৩২)। এ সময় তাদের কাছ থেকে ৪৫টা বিভিন্ন ব্রান্ডের মোবাইল উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, তারা মোবাইল সেটগুলো বিভিন্ন ছিনতাইকারী ও অপরাধী চক্রের থেকে কিনে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে জানিয়েছে। এসব মোবাইল চোরাই মোবাইলের ভাসমান দোকানে নিয়ে বসে বা দাঁড়িয়ে ক্রয়-বিক্রয় করে। তারা জব্দ মোবাইল সেটগুলো নিউমার্কেট ও রেলষ্টেশন কেন্দ্রিক বিভিন্ন ছিনতাইকারী ও চোরদের নিকট থেকে ক্রয় করেছে বলে স্বীকার করেছে।

গ্রেপ্তার ৬ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি নেজাম উদ্দিন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!