চোখ হারাতে বসা বৃদ্ধার পাশে দাঁড়ালো ‘মানবিক চট্টলা’

বান্দরবানের লামা উপজেলার ৬৫ বছর বয়সের বৃদ্ধা বিবি জয়নব। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগে হারাতে বসেছিলেন দুই চোখ। বয়সের ভারে নুয়ে পরা স্বামী মৌলভী গিয়াস উদ্দিনেরও টানাপোড়েনের সংসার। কাজ কর্ম করতে অক্ষম স্বামীর নেই আয় রোজগার। একমাত্র ছেলে ব্যাটারি চালিত গাড়ি (টমটম) চালিয়ে পেটের খাবারের যোগান দেয় তাদের। দিনে এনে দিনে খাওয়া সন্তানের পক্ষে বিবি জয়নবের চোখের অপারেশন করা দূরের কথা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ারও সুযোগ হয়নি।

বৃদ্ধা জয়নবের এমন অসহায়ত্বের খবর পেয়ে তার পাশে দাড়ায় সামাজিক সংগঠন ‘মানবিক চট্টলা’।
তারা তার চোখের চিকিৎসা করতে এগিয়ে আসে। সংগঠনটি তাদের নিজস্ব ব্যবস্থপনায় ও অর্থায়নে বিবি জয়নাবের চোখের ছানি অপারেশন করে চোখে ল্যান্স বসানোর উদ্যোগ নেয়।

এ বিষয়ে মানবিক চট্টলার প্রধান উদ্যোক্তা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুর্গম লামা উপজেলার বিবি জয়নাব দীর্ঘদিন ধরে চোখের সমস্যার কারণে কষ্টে ভুগছিলেন। তিন মেয়ে ও এক ছেলের না এই বৃদ্ধার স্বামীও বয়সের ভারে এখন কিছু করতে পারেন না। একমাত্র ছেলে টমটম চালিয়ে পরিবারের খরচ নির্বাহ করছিল। আমরা এই খবর পেয়ে নগরীর খুলশীতে অবস্থিত লায়ন চক্ষু হাসপাতালে তার চোখের অপারেশনের ব্যবস্থা করি। রোববার (২৩ আগস্ট) বিবি জয়নবের সফলভাবে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়।সোমবার (২৪ আগস্ট) তার চোখ থেকে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।’

তিনি আরো বলেন, ‘মানবিক চট্টলার পক্ষ থেকে ওনাদের শহরে থাকা, খাওয়া ও বান্দরবান থেকে যাতায়াত এবং অপারেশন সকল খরচ বহন করা হয়। সুবিধাবঞ্চিত, অসচ্ছল মানুষের কল্যাণে মানবিক কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন মানবিক চট্টলা।’

এমআইটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!