চোখ দেখেই ডায়াবেটিসসহ অনেক রোগ নির্ণয় সম্ভব

আনোয়ারায় শেভরণ অপটিকস’র সেমিনার

পড়তে অসুবিধা হলে কেউ যদি চোখের ডাক্তারের কাছে যান, তিনি একথা শুনলে নিশ্চয়ই অবাক হবেন, আপনার ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিসের কারণে চোখে বেশ কিছু রোগ দেখা দিতে পারে। জটিলতা বৃদ্ধি পেলে চোখের দৃষ্টি একেবারে হারিয়েও যেতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ এমন অনেক রোগ আছে যা চোখ দেখে নির্ণয় সম্ভব। সুস্থ সুন্দর জীবনের জন্য নিয়মিত চোখ পরীক্ষা জরুরি।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারা শেভরণ মিলনায়তনে শেভরণ অপটিকস আনোয়ারা শাখা আয়োজিত সুস্থ চোখ, সুন্দর জীবন শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

শেভরণ অপটিকস আনোয়ারার পরিচালক ইমতিয়াজুল হক চৌধুরী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি আনোয়ারা শাখা ও শেভরণ চক্ষু রিসার্চ সেন্টার এই সেমিনারের সহআয়োজক ছিল।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তি এখন এগিয়েছে। চোখ দেখেই এখন অনেক রোগ নির্ণয় সম্ভব। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মাল্টিপল এসক্লেরোসিস বা এমএস ইত্যাদি জটিল রোগের লক্ষণ চোখ দেখেই বুঝা সম্ভব। ডায়াবেটিসজনিত চোখের সমস্যাগুলোর অন্যতম রেটিনোপ্যাথির কারণে চোখের দৃষ্টিশক্তির ভীষণ ক্ষতি হয়। তাই চোখ নিয়ে ডায়াবেটিস রোগীদের সতর্কতা বেশি জরুরি। তাই নিয়মিত চোখ পরীক্ষার মাধ্যমে সুস্থ থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা।

সেমিনারে উপস্থিত ছিলেন সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডা. এমএ করিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সারাবেলা সম্পাদক আজাদ মঈনুদ্দীন, শেভরণ আনোয়ারা শাখার প্রতিষ্ঠাতা ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন, ফিন্যান্স ডাইরেক্টর মীর নাজের আহমদ, পরিচালক শাহাদাত হোসেন, শিক্ষা উদ্যোক্তা মোহাম্মদ মহিউদ্দিন, হাসান খান, শেভরণের ব্যবস্থাপক মিজানুর রহমান, সুমন বিশ্বাস প্রমুখ।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!