চেক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকা থেকে নোটন চৌধুরী নামে এক চেক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহম্পতিবার (২৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নোটন চৌধুরী উপজেলার শোলকাটা চৌধুরী বাড়ির বিজন চৌধুরীর পুত্র এবং তিনি স্বনির্ভর বাংলাদেশ নামক একটি এনজিও’র চেয়ারম্যান বলে জানা গেছে।

অভিযোগকারী মনিরুল এহছান খোরশেদ জানান, নোটন আমার কাছ থেকে তার ব্যবসার জন্য ২০ লক্ষ টাকা ধার হিসেবে নেয়। আমার টাকার প্রয়োজন হলে সে ২০১৯ সালের জানুয়ারি মাসে আনোয়ারা শাখার ওয়ান ব্যাংকের একটি ২০ লক্ষ টাকার চেক প্রদান করে। আমি চেক নিয়ে ব্যাংকের গেলে ব্যাংক কর্তৃপক্ষ তার একাউন্টে টাকা নেই বলে জানায়। পরে আমি তার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করি।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, ‌‘গ্রেপ্তার নোটনের বিরুদ্ধে একটি চেক প্রতারণা মামলা আছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শোলকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!