চেক প্রতারণায় বাবুল চৌধুরীর বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা

চেক প্রতারণা মামলায় বাবুল কান্তি চৌধুরীর বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৯ জুলাই) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদি পক্ষে আইনজীবী নিখিল নাথ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এর আগে একই মামলায় বাবুলের বিরুদ্ধে সমন জারি হয়েছিল। গরহাজির থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। গ্রেপ্তার না হওয়ায় আদালত তার মালামাল ক্রোকের আদেশ দিলো।

মামলা সূত্রে জানা গেছে, বাবুলের বিরুদ্ধে দুই লাখ টাকার চেক প্রতারণার মামলা দায়ের হয়েছিল। সিআর মামলা নং-১২/১৯। বাবুল চৌধুরী বাঁশখালীর কালীপুর ইউনিয়নের মৃত বিভূতি রঞ্জন চৌধুরীর পুত্র। তিনি খাতুনগঞ্জ এলাকার ‘নাভা ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী দাবী করে প্রতারণা করেছিলেন।

এফএম/এমএএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!