চেকের মামলায় সাজা, বিএনপি নেতা শামসুল কারাগারে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের (এমইবি) এমডি মো. শামসুল আলমকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর গোলপাহাড় মোড়ের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির কওে ইপিজেড থানা পুলিশ। পরে বিকেলে আদালত মেঘনা গ্রুপের ১৫ কোটি টাকার চেক ডিজঅনারের (প্রত্যাখ্যাত) মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ কামরুজ্জামান।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওসমান গণি বলেন, ‘এমইবি গ্রুপের এমপি শামসুল আলমকে মেঘনা গ্রুপের দায়ের করা প্রায় ১৫ কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় পরোয়ানামূলে দুপুরে নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। এসব মামলায় তার সাজা হয়েছে।’

মো. শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তবে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে তিনি রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে পড়েন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!