চুয়েটে ‘প্রফেশনাল এপ্রোসেস্ অব সফট্ওয়্যার ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘প্রফেশনাল এপ্রোসেস অব সফটওয়্যার ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় ‘ইন্ডাষ্ট্রি রেডিনেস ফর ফ্রেশ গ্র্যাজুয়েট’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেফালো বাংলাদেশ লিমিটেডের চীফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী ফেরদৌস মাহমুদ শাওন।

তিনি বলেন, বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে আপডেটেড অনলাইন প্রোফাইল (লিংকড্ইন) অন্যতম যোগতার মাপকাঠি হিসাবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া তিনি সফটওয়্যার ইন্ডাষ্ট্রিতে যোগদানের ক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েটেদের প্রয়োজনীয় যাচিত যোগ্যতার ওপর আলোকপাত করেন।

কর্মশালায় টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিলেন ঢাকাস্থ নরোজিয়ান কোম্পানি সেফালো বাংলাদেশ লিমিটেড।

এছাড়া কর্মশালায় ‘এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট’ বিষয়ের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেফালো’র সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী সুময় বড়ুয়া।

উল্লেখিত সফটওয়্যার কোম্পানির সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী সত্যজিত দে ‘গ্রোগামিং বেষ্ট প্র্যাকটিসেস’-এর ওপর সেশন পরিচালনা করেন। ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেন্ড’ বিষয়ক সেশনে এক্সপার্ট হিসাবে যোগ দেন সেফালো’র সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী সুপন্কর বণিক।

অনুষ্ঠানে সিএসই বিভাগের সমাপনী বর্ষের শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!