চুয়েটে চালু হলো শেখ রাসেল কর্নার

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেখ রাসেল হলে চালু হলো শেখ রাসেল কর্নার।

মঙ্গলবার (১৮ অক্টােবর) সকাল ১১টায় চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম কর্নারটি উদ্বোধন করেন। হলের নিচতলায় এটি স্থাপন করা হয়।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার স্মৃতির প্রতি ভালোবাসা জানিয়ে চুয়েটর শেখ রাসেল হল কর্তৃপক্ষের এ উদ্যোগ গ্রহণ করে।

এ বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেল সম্পর্কে হলের শিক্ষার্থীদের আরো জানাতে আমাদের এ উদ্যোগ। কর্নারটি সার্বক্ষণিক খোলা থাকবে। শেখ রাসেল দিবসে এটি চালু করতে পেরে আমরা হল কর্তৃপক্ষ আনন্দিত।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!