চুয়েটে ক্লাস ও পরীক্ষা বন্ধ ২১ জুন পর্যন্ত, হল খালি করতে হবে কাল সকালে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ২১ জুন পর্যন্ত হল, ক্লাস ও পরীক্ষা বন্ধের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ জুন থেকে সব রুটিন অনুসারে চলবে।

মঙ্গলবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪টায় সিন্ডিকেটের ১২৪তম জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম।

এদিকে ছাত্রদের মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৫টা এবং ছাত্রীদের বুধবার (১৫ জুন) সকাল ১০টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এদিন ক্যাম্পাসে যেতে পারেনি শিক্ষার্থীরা। চট্টগ্রাম শহরমুখি শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের সব বাস আটকে রাখে ছাত্রলগের একটি গ্রুপ।

এর আগে শনিবার (১১ জুন) থেকে রোববার পর্যন্ত চুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে অনেকে রামদা, লাঠি, স্ট্যাম্প ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় ক্যাম্পাসে।

এ ঘটনায় ছাদ থেকে ছোঁড়া ইটের আঘাতে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের (১৭ ব্যাচ) তৌহিদুর রহমান তামিম নামের এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এছাড়া ল্যাব থেকে ফেরার পথে তড়িৎ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের রাফসান নামক এক সাধারণ শিক্ষার্থীর হাতে রামদা দিয়ে কোপ দিয়ে আহত করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!