চুলার আগুনে আনোয়ারায় ৫ বসত ঘর পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের আনোয়ারায় রান্নাঘরের চুলার আগুনে পুড়ে গেছে ৫ বসত ঘর। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুনিরবিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সহযোগিতায় আনোয়ারা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মো. সেলিমের পুত্র মেজবাহ উদ্দিন জানান, সকালে কুনিরবিল এলাকার জসিম উদ্দিনের ঘরে রান্নাঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে মোহাম্মদ মোরশেদ, সেলিম উদ্দিন, নাছির উদ্দিন ও কেরামত আলীর ঘর পুড়ে যায়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মোহাম্মদ বেলাল জানান, ‘আগুনের খরব শুনে ফায়ার সার্ভিসের দুইটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকেই আগুনের সুত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাচ্ছে না।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!