চীনে উৎসবমুখর ঈদুল ফিতর উদযাপিত

প্রতি বছরের মতো এবারও চীনের শ্যানডং প্রদেশে‌ স্বতঃস্ফূর্তভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ৫ জুন স্থানীয় সময় সকাল ৮:৩০‌ মিনিটে ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

china-eid
চীনের শ্যানডং প্রদেশে‌ স্বতঃস্ফূর্তভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে

ঈদ জামাতে স্থানীয় ও বিভিন্ন প্রদেশের চীনা মুসলিম নাগরিক, বাংলাদেশ, ভারত, আলজেরিয়া, ফিলিস্তিন, উজবেকিস্তান, মরক্কো, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসলিম প্রবাসীরা এতে শরিক হন।
স্থানীয় বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির ছাত্র,‌ ব্যবসায়ী, রাজনীতিতে সক্রিয় বাংলাদেশী প্রবাসীরা ঈদ জামাতে অংশ নেন।

china-eid
চীনের শ্যানডং প্রদেশে‌ স্বতঃস্ফূর্তভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে

শ্যানডং প্রদেশ তথা চীনের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ, প্রায় ১৫ বছর থেকে ব্যবসায়ী ও সংগঠক হিসেবে বসবাস করে আসা মুরাদ চৌধুরী বলেন, চীনের মধ্যে শ্যানডং প্রদেশ খুবই সভ্য, প্রাচীন, শান্তিপ্রিয়, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল একটি প্রদেশ। প্রতি বছরের মতো এখানে এবারও অত্যন্ত উৎসবমুখর, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদের জামাত আদায় করেছি। ঈদের জামাত উপলক্ষে স্থানীয় পুলিশ প্রশাসনও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!